বালাগঞ্জে আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোরারবাজার সংলগ্ন খাঁপুর মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেণ্টের উদ্বোধনী ঘোষণা করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেণ্টের প্রবর্তক সিলেট জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য লোকন মিয়া।
ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর, রুহুল আমিন ও ক্রীড়ানুরাগী এস আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শেখ সুজাত আলী রফিক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, সিলেট জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, মো. শানুর মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি হুসাইন আহমদ, অর্থ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী উপলক্ষে বিকাল ৩টায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, চুনারুঘাট, হবিগঞ্জ ২-১ গোলে গহরপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। খেলায় অসাধারণ একটি গোল করে ম্যাচ সেরা হয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্ণামেণ্টের প্রবর্তক সিলেট জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য লোকন মিয়া এবং টুর্ণামেন্ট আয়োজক গহরপুর আঞ্চলিক ফুটবল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। টুর্ণামেন্টে ১ম পুরস্কার হিসেবে থাকবে একটি কাপ এবং নগদ একলাখ টাকা। এছাড়া ২য় পুরস্কার হিসেবে থাকবে একটি কাপ এবং নগদ ৫০হাজার টাকা।