শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত



সিলেটের প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বৃত্তি বিতরণ অনুষ্ঠান – ২০২১ উপলক্ষ্যে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে বালাগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি রবিন পাল।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন  বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, ইউ পি চেয়ারম্যান আব্দুল মুনিম, সাংস্কৃতিক সম্পাদক এম.এ মালেক, সদস্য হাজী মো. আব্দুল মান্নান, কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন মাসুম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, বণিক সমিতির অর্থ সম্পাদক উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, শিক্ষক আকরাম হোসেন, আলী আমজাদ ভূইঁয়া, জেলা যুবলীগ নেতা সোহেল আহমদ জুবেল, যুবলীগ নেতা আব্দুল হামিদ, খন্দকার সালেহ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা এ.কে টুটুল, সি.এ সিরাজুল ইসলাম, সাংবাদিক জাগির হোসেন, ছাত্রলীগ নেতা পার্থ পাল, ফয়েজ আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!