ওয়াগনারকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটি শিগগিরই নিষিদ্ধ করতে যাচ্ছে রাশিয়ার প্রাইভেট মিলিটারি এ কোম্পানিকে। ওয়াগনার গ্রুপকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করার সব পদক্ষেপও নিয়েছে বৃটেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। এর ফলে এরপর থেকে ওয়াগনারের সদস্য হওয়াকে অবৈধ হিসেবে দেখবে বৃটেন। পাশাপাশি দেশটি চাইলে তার আওতায় থাকা ওয়াগনারের সম্পদও বাজেয়াপ্ত করতে পারবে।
রাশিয়ার এই গ্রুপটিকে নিয়ে সুনাক বলেন, ওয়াগনার বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে। পুতিনের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে ওয়াগনারকে ছেড়ে দেয়া হয়েছে। তারা সেখানে নির্যাতন, চুরি ও বর্বরতার সঙ্গে যুক্ত। এ ছাড়া বৃটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এলবিসি রেডিওকে বলেন, আমরা দেখেছি ওয়াগনার কীভাবে কাজ করে। ইউক্রেনে তাদের ভয়ঙ্কর রূপও দেখেছি আমরা। কিন্তু তারা আফ্রিকা ও সাহেল অঞ্চলেও সক্রিয় হচ্ছে।